নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত  

    0
    234

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬মার্চ,সুজয় কুমার বকসীঃ নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভসূচনা হয়। ভোর ৬ টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ এবং নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে,বধ্যভূমিতে ও গণ কবরে পুস্পবক অর্পন করা হয়। পরে সকাল সাড়ে ৮ টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধেদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।

    কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক আব্দুল গাফফার খান ও পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।

    এ সব অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রায়হান কাওছার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।