নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান

    0
    222

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় এ এফ এম গোলাম কিবরিয়া শিক্ষা ট্রাস্ট এর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে কিবরিয়া শিক্ষা ট্রাস্ট নামে একটি বেসরকারী সংস্থার আয়োজনে এ শিক্ষা বৃত্তি প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।
    ২০১৯ সালে লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পিএসসি ও জেএসসির মোট ১০৩ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে নগত ২ লক্ষ ৭৬ হাজার টাকা ( পিএসসি- ২০০০ টাকা ও জেএসসি ৪০০০ টাকা ) প্রদান করা হয়।
    বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যক্ষ শ ম আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলামসহ ট্রাস্টির বোন সেলিনা আক্তার , শিক্ষক ,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন।
    আত্রাইয়ে গাঁজা সেবনের দায়ে ৩জনের ৬মাসের জেল
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর আত্রাইয়ে গাঁজা সেবনের দায়ে ৩জনের ৬মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    শুক্রবার ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছানাউল ইসলাম এ দন্ডাদেশ দেন।

    জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামে থেকে ১০ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জামসহ সুজিত চন্দ্র সাহা (৩৫) আকরাম হোসেন (৩০) এবং রেজাউল করিম (২৪) কে আটক করেন আত্রাই থানা পুলিশের এস আই প্রদিপ কুমার সরকার । পরে তাদের ভ্রাম্যামান আদালতে সোপর্দ করা হলে আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ আইন এর ১৯ (১) এর ৭ (ক) ধারা অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন । শুক্রবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।