নড়াইলে মা ও শিশু স্বাস্থ্য সেবার চাহিদা বৃদ্ধির লক্ষে সভা

    0
    474

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩সেপ্টেম্বর: সুজয় কুমার বকসীঃ এমএনএইচ কার্যক্রমের আওতায় পরিবার পরিকল্পনা কমিটির কার্যক্রম জোরদার মা ও শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য সেবার চাহিদা বৃদ্ধির লক্ষে ইউনিয়ন লেভেলে সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার দুপুরে সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলার মুলিয়া কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম জাফরী।

    বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নছিমা খাতুন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী ।

    সভায় মায়েদের বিভিন্ন স্বাস্থ্য সচেতনা বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এ সময় শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন।