নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস

    0
    431

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬জুলাই,নড়াইল প্রতিনিধিঃ নড়াইল প্রতিনিধিঃ “শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই হ’ল তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ ”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৭ পালিত হয়েছে।

    দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, নড়াইলের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সকাল সাড়ে ১০ টায় বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ। পরে একটি র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফের সভাপতিত্বে আলোচনা সভায়, ডাঃ সিভিল সার্জন আমিন আহম্মেদ খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,নড়াইলের সহকারি পরিচালক ( দায়িত্বপ্রাপ্ত) মোঃ রাকিবুজ্জামান,সরকারি কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।