নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা ভোক্তা সমাবেশ

    0
    200

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১জুন,সুজয় কুমার বকসী: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ তৃণমুল পর্যায়ের প্রচারের লক্ষ্যে নড়াইলে উপজেলা ভোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল গাফ্ফার খান।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমাবেশে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সুব্রত কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রায়হান কাওছার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুসহঅনেকে।

    গমাবেশে বক্তারা অভিযোগ কওে বলেন, কিছু পাইকারী ব্যবসায়ী পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রেতা সাধারণ ও খুচরা ব্যবসায়ীদের চরম ভোগান্তির সৃষ্টি করছে। বক্তাদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক আঃ গাফ্ফার খান অতিরিক্ত জেলা ম্যাসিস্ট্রেট এস এম নাজিম উদ্দিনকে দ্রুত রূপগঞ্জ বাজারসহ জেলার সকল পাইকারী ব্যবসায়ীদের গুদাম ঘর মোবাইল কোর্টের মাধ্যমে তাল্লাসির নির্দেশ দেন। তিনি আরো বলেন, দ্রুত সকল বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে এবং  মাসব্যাপি মোবাইল কোর্ট অব্যহত রাখতে হবে।