নড়াইলে ব্র্যাকের মানবাধিকার ও আইন সচেনতা বিষয়ক মতবিনিময়

    0
    231

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ব্র্যাকের মানবাধিকার ও আইন সচেনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার সদরের ডুমুরতলা ব্র্যাক অফিসের সভা কক্ষে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী,ব্র্যাক, নড়াইলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম।
    কাজী সমিতির সভাপতি মাওলানা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ব্র্যাকের এলসিএল ফ্যাসিলিটর মোঃ গোলাম কিবরিয়া, জেলা ব্যাবস্থাপক ( নড়াইল ও মাগুরা) শেখ শরিকুল ইসলাম, ব্র্যাকের জেলা প্রতিনিধি বিভঞ্জন বিশ্বাস, ব্র্যাক, নড়াইল অফিসের সিনিয়র উপজেলা লিগ্যাল এইড কর্মকর্তা বিনয় কৃষ্ণ মোহন্ত,কাজী সমিতির সম্পাদক মোঃ আবু বক্কার সিদ্দিকী,ব্র্যাকের কর্মকর্তাগন, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর উপজেলা কমিউনিটি লিডার মসজিদের ইমাম, বিবাহ রেজিস্ট্রার, মুক্তিযোদ্ধা,এনজিও প্রতিনিধি,নারীনেত্রী,সাংবাদিক প্রতিনিধিসহ মোট ২০ জন সভায় অংশগ্রহন করে।
    সভায় ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর ৩৫ বৎসর, বাল্য বিবাহ প্রতিরোধ , বিবাহ রেজিস্ট্রেশন,তালাক/ বিচ্ছেদ রেজিস্ট্রেশন এবং স্বামী-স্ত্রীর পৃথক বসবাস, পিতা-মাতার ভরণপোষন, মাদকাশক্তি, মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা ( এসিড নিক্ষেপ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ) প্রতিরোধ ভুমিকা বিষয়ে আলোচনা করা হয়।