নড়াইলে ব্যতিক্রমি শিশু চিত্র প্রদর্শনীঃছোটদের সাথে বড়দের আড্ডা

    0
    250

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭এপ্রিল,সুজয় কুমার বকসীঃ নড়াইলে ব্যতিক্রমি শিশু চিত্র প্রদর্শনী, ছোটদের সাথে বড়দের আড্ডা এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল কালচারাল সেন্টারের আয়োজনে এবং “আমরা মুক্তিযোদ্ধার সন্তান”, নড়াইল জেলা শাখার সহযোগতায় শুক্রবার(১৭ এপ্রিল)

    চিত্রা নদীর তীরে শহরের রূপগঞ্জ বাঁধাঘাট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোটদের সাথে বড়দের আড্ডায় অংশগ্রহণ করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রফেসর মুন্সি হাফিজুর রহমান,অধ্যাপক রবিউল ইসলাম, শিক্ষাবিদ দিলারা বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুন্ডু, মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি ও দৈনিক সমকালের নড়াইল প্রতিনিধি শামীমূল ইসলাম, প্রভাষক প্রশান্ত সরকারসহ অনেকে।

    আড্ডায় বাংলাদেশের প্রকৃতি, জীবনযাত্রা, বিভিন্ন পালা-পার্বন, মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি বড়রা শিশুদের শোনান। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন, প্রফেসর মুন্সি হাফিজুর রহমান এবং খুলনা আর্ট কলেজের শিক্ষক বিমানেশ বিশ্বাস।