নড়াইলে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে

    0
    516

    মানববন্ধন,বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশ

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪জানুয়ারী,নড়াইল প্রতিনিধিঃশিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে নড়াইলে বে-সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিদের মানববন্ধন,বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
    রবিবার (১৪ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল সদর হাসপাতাল মার্কেট এলাকায় শিক্ষক সমিতির জেলা কার্যালয়ের সামনে নড়াইল- যশোর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঐ স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ধ্রুুব কুমার ভদ্র, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রশীদ, সাধারন সম্পাদক মোঃ হায়দার আলী, শিক্ষক নেতা মোঃ ফরিদুল ইসলাম, মোঃ ফেরদৌস হোসেন, মোঃ আয়ুব হোসেন প্রমুখ।
    পরে জেলা প্রশাসক মোঃ এদদাদুল হক চৌধুরির মাধ্যামে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নের্তৃবৃন্দ। বক্তরা অভিলম্বে এ দাবি মেনে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আহবান জানান, অন্যথায় আগামি ২২-২৮ জানুয়ারি কর্ম বিরতি পালন এবং পরবর্তীতে ঢাকায় গিয়ে অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানান।
    কর্মসূচিতে জেলার বিভিন্ন বেসরকারি কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।