নড়াইলে বিশ্ব টিকাদান সপ্তাহ-২০১৫ উপলক্ষে জেলা এ্যাডভোকেসী সভা

    0
    227

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭মে,সুজয় কুমার বকসীঃ নড়াইলে বিশ্ব টিকাদান সপ্তাহ-২০১৫ উপলক্ষে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ এর সহযোগিতায়  জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা: সুব্রত কুমার সাহার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা অফিসার ডা: সঞ্জিত কুমার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ কামরুজ্জামান,অবসর প্রাপ্ত সিভিল সার্জন ডা: আব্দুল মোমেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,কর্মচারি,ইমাম,পুরোহিত,শিক্ষক,এনজিও কর্মি সাংবাদিক সহ সুধী সমাজের ৪০জন প্রতিনিধি  উপস্থিত ছিলেন।

    সভায় জানানো হয় জাতীয় টিকা কর্মসূচীর আওতায় শিশুর জন্ম থেকে  বিভিন্ন সময়ে যে সব টিকা দেয়া হয়ে থাকে, সে সব টিকা থেকে বাদ পড়া শিশুদের  এ কর্মসূচীর মাধ্যমে সারা বছর ধরে  বাদ পড়া টিকা গুলি দেয়া হবে।