নড়াইলে বিদ্রোহী মেয়র প্রার্থীসহ ৭প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

    0
    226

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩ডিসেম্বর,সুজয় কুমার বকসী:নড়াইল পৌরসভায় আওয়ামীলীগের ২ বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক হাসানুজ্জামান ও মহিলা আওয়ামী লীগ নেতা শিক্ষক (অব) আঞ্জুমান আরা মনোনয়নপত্র প্রহ্যাহার করেছেন। এছাড়া ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশিকুর রহমান বেগ ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ কামাল তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

    এদিকে কালিয়া পৌরসভায় পাঁচজন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উৎপল কুমার ঘোষ, ২নং ওয়ার্ডে রাজীব কুমার দাস ও উজ্জ্বল কুমার সাহা, ৩নং ওয়ার্ডে মোঃ রবিউল ইসলাম ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রুবেল মোল্যা।

    নড়াইল পৌরসভায় বর্তমানে মেয়র পদে ৮জন, কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১০জন লড়ছেন। এ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। বর্তমানে আওয়ামী লীগের বিদ্রোহী হিসাবে মাঠে রয়েছেন জেলা আওয়ামী লীগের বিগত কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক, সাবেক মেয়র সোহরাব হোসেন বিশ^াস ও নড়াইল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলমগীর হোসেন।

    কালিয়া পৌসভায় বর্তমানে মেয়র পদে ৭জন, কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১০জন লড়ছেন। এখানে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান হীরা। বর্তমানে আওয়ামী লীগের বিদ্রোহী হিসাবে মাঠে রয়েছেন বর্তমান মেয়র বিএম এমদাদুল হক টুলু, শেখ লায়েক হোসেন, কালিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেলী পারভীন নিরি ও ফকির মোঃ মুশফিকুর রহমান লিটন।

    এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন কালিয়া পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক এসএম একরাম রেজা। এখানে বিএনপি মনোনীত প্রার্থী হলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এসএম ওয়াহিদুজ্জামান মিলু।