নড়াইলে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত

    0
    241

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৮জুন: নড়াইলে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী   সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকার ও জাতি সংঘের মা ও নবজাতক শিশু স্বাস্থ্য সেবা  কার্যক্রমের আওতায় সদর উপজেলা স্বা¯থ্য বিভাগের আয়োজনে ম্যারেজ রেজিষ্টার ,পুরোহিত ও ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে এ প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ সুব্রত কুমার সাহা।

      বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ সঞ্জিত কুমার সাহা। এ প্রশিক্ষনে মোট ৫০ জন ম্যারেজ রেজিষ্টার ,পুরোহিত ও ওয়ার্ড কাউন্সিলরগন অংশ গ্রহন করেন।