নড়াইলে প্রসব জনিত ফিষ্টুলা বিষয়ক এ্যাডভোকেসি সভা

    0
    261

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০ডিসেম্বর,সুজয় কুমার বকসীঃ নড়াইলে প্রসব জনিত ফিষ্টুলা বিষয়ক সাংবাদিকদের নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিভিল সার্জন অফিসের সভা কক্ষে ইউএনএফপি’র আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ উইমেন্স হেলথ্ কোয়ালিশনের ব্যবস্থাপনায় নড়াইল স্বাস্থ্য বিভাগ এ এ্যাডভোকেসি সভার আয়োজন করে।

    সিভিল সার্জন ডাঃ সুব্রত কুমার সাহার সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এস,এম জাফরি, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু। মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের অফিসার ফিল্ড অপারেশন মোঃ জিল্লুর রহমান। ২৫ জন সাংবাদিক এ এ্যাডভোকেসি সভায় অংশগ্রহন করেন ।

    প্রসবজনিত ফিস্টুলা রোগের কারণ ও প্রতিরোধ, ফিস্টুলা কিভাবে হয়, ফিস্টুলা রোগ থেকে আরোগ্যলাভের উপায় এবং কোথায় ফিস্টুলা রোগীদের চিকিৎসা করা হয় সে বিষয়ে অংশগ্রহনকারীদের বিস্তারিত অবহিত করা হয়।