নড়াইলে পালিত হল “বিশ্ব জনসংখ্যা দিবস”

    0
    379

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১জুলাই,সুজয় কুমার বকসী:  “নারী ও শিশু সবার আগে, বিপদে-দূর্যোগে প্রধান্য পাবে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হল “বিশ্ব জনসংখ্যা দিবস”। শনিবার দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ সংসদ সদস্য এ্যাডঃ শেখ হাফিজুর রহমান।

    এ সময় সিভিল সার্জন ডাঃ সুব্রত কুমার সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনন্দ কুমার  বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ নাজিমউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রায়হান কাওছার,পরিবার পরিকল্পনা নড়াইলের উপ-পরিচালক এস এম জাফরী,কৃষিসম্প্রসারন অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক শেখ আমিনুল হকসহ সরকারি কর্মকর্তা,কর্মচারি, এনজিও প্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।