নড়াইলে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

    0
    347

    নড়াইল প্রতিনিধি: “ পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি,কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহের ( ৭-১২ ডিসেম্বর ) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার নড়াইল মা ও শিশু কল্যান কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগ ,নড়াইলের আয়োজনে এ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।
    পরিবার পরিকল্পনা বিভাগ ,নড়াইলের উপ-পরিচালক মোঃ শামসুল আলমের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল মা ও শিশু কল্যান কেন্দ্রের ডাঃ আব্দুল মান্নানসহ সরকারি কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগ ও নড়াইল মা ও শিশু কল্যান কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।
    এ সপ্তাহে (৭-১২ ডিসেম্বর) পরিবার পরিকল্পনা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারনা,লিফলেট বিতরণ ও উদ্বুদ্ধকরণ,স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির ক্যাম্প আয়োজন, আবাসন ও আশ্রায়ন প্রকল্পে মা ও কিশোরী সমাবেশ বাড়ি বড়ি গিয়ে পরিবার পরিকল্পনা, মা ও শিু- কৈশর স্বাস্থ্য এবং বাল্য বিয়ে ও কৈশরকালীন সন্তান ধারনের কুফল সম্পর্কে ধারনাসহ পরিবার পরিকল্পনা বিষয়ের উপর বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে।
    অনুরুপ কর্মসুচি জেলার অন্যান্য উপজেলাও অনুষ্ঠিত হচ্ছে।