নড়াইলে পবিত্র ঈদ-ঊল- আযহা উপলক্ষে ভিজিএফ

    0
    200

    কার্ডের মাধ্যমে গরীব ও দুঃস্থদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

    নড়াইল প্রতিনিধি: নড়াইলে পবিত্র ঈদ-ঊল- আযহা উপলক্ষে ভিজিএফ কার্ডের মাধ্যমে গরীব ও দুঃস্থদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিবার নড়াইল পৌরসভা কার্যালয়ে পৌরসভার আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন জেলা প্রশাসক আনজুমান আরা।

    পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাসসহ পৌরসভার কর্মকর্তা ,কর্মচারিসহ কার্ডধারীরা এ সময় উপস্থিত ছিলেন।

    প্রতিটি কার্ডের জন্য ১৫ কেজি করে চাল দেয়া হচ্ছে। এ বছর জেলায় মোট ৭৬ হাজার ৭৯ টি ভিজিএফ কার্ড বিতরন করা হয়েছে। এ জন্য ১১ শত ৪১ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

    সদরে কার্ড-১৪,১০৭ বরাদ্দ ২১১.৬০৫ মেঃ টন ,লোহাগড়া উপজেলায়-কার্ড = ৪১,৩৮০ বরাদ্দ-৬২০.৭০০ মেঃ টন, কালিয়া উপজেলায় কার্ড -১১,৩৪৯ বরাদ্দ= ১৭০.২৩৫ মেঃ টন এবং নড়াইল পৌরসভায় কার্ড-৪,৬২১, বরাদ্দ=৬৯.৩১৫ মেঃ টন, লোহাগড়া পৌসভায় কার্ড-১,৫৪০ বরাদ্দ=২৩.১০০ মেঃ টন, কালিয়া পৌরসভায় কার্ড=৩০৮১, বরাদ্দ- ৪৬.২১৫মেঃ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।