নড়াইলে নিরাপদ সড়কের দাবিতে র‌্যালি ও আলোচনাসভা

    0
    370

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২আগস্ট,শরিফুল ইসলাম/সুজয় কুমার বকসী: “সবাই মিলে ঐক্যকরি নিরাপদ সড়ক ব্যবহারে সংস্কৃতি গড়ি” এই শ্লোগানে নড়াইলে নিরাপদ সড়কের দাবিতে র‌্যালি, আলোচনাসভা এবং গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    সাস্টেইনেবল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এলজিইডি ও নিরাপদ সড়ক চাই(নিসচা) এর যৌথ উদ্দোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার সকালে শহরের রুপগঞ্জ বাজার বাসস্টান্ড চত্বর থেকে একটি র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ হাফিজুর রহমান।

    এসময় আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কা ন, জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃসুবাস চন্দ্র বোস, যশোর অ লের এলজিইডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ মোশারফ হোসেন, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নিরাপদ সড়ক চাই(নিসচা)নড়াইল জেলা আহবায়ক লে.কর্নেল(অবঃ) সৈয়দ হাসান ইকবাল, এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোঃ মোতালেব বিশ্বাস, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, নড়াইল বাস মালিক সমিতির সভাপতি সরদার মোঃ আলমগীর হোসেন, নড়াইল বাস-মিনিবাস শ্রমিক সমিতির সাধারন সম্পাদক মোঃ সাদেক আহম্মেদ খান, নিরাপদ সড়ক চাই(নিসচা)নড়াইল জেলা সদস্য সচিব আলহাজ্ব সৈয়দ খায়রুল আলম সহ অনেকে।

    দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় ২শত জন গাড়ী চালককে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন প্রদান করা হয়।