নড়াইলে দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে জেলা ট্যাস্কফোর্স কমিটির অভিযান

0
426
নড়াইলে দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে জেলা ট্যাস্কফোর্স কমিটির অভিযান
নড়াইলে দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে জেলা ট্যাস্কফোর্স কমিটির অভিযান

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধি: নড়াইলে দ্রব্য মুল্য নিয়ন্ত্রন রাখার জন্য জেলা ট্যাস্কফোর্স কমিটির এক যৌথ অভিযান পরিচালিত হয়। আজ বুধবার (৯ মার্চ ২০২২) শহরের বানিজ্যিক এলাকা রুপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবাশীষ চৌধূরীর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুলি বিশ^াস, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিফুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বাজারের ২ জন ব্যাবসায়িকে বিএসটিআই এর শীল ব্যাতীত পন্য বিক্রীর অপরাধে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে ২ টি মামলা দায়ের করা হয়।
এ সময় আসন্ন রমজান উপলক্ষ্যে কেউ যেন অতিরিক্ত মুনাফা লাভের আশার কোন পন্য মজুত করে বাজার অস্থিতিশীল না করে সে বিষয়ে ব্যাবসায়িদের অনুরোধ জানানো হয়। যদি কেউ অতিরিক্ত মুনাফা লাভের আশায় বাজার অস্থিতিশীল করে তাদের বিরুদ্ধে, আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়।