নড়াইলে দুর্নীতি রোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

    0
    285

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৫জুন,নড়াইল প্রতিনিধিঃ দুর্নীতি বিস্তার রোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার নড়াইলে অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে “দুর্নীতি বিস্তার রোধে গণমাধ্যমের ভূমিকা” উপর প্রবন্ধ উপস্থাপন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।

    জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর যশোর সমন্বিত জেলার উপ-পরিচালক মো: জাহিদ হোসেন।

    প্রধান অতিথি জেলা প্রশাসক মো: এমদাদুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, দুদক অনেক ভাল কাজ করছে , দুদক এখন আর আগের মতো নেই । শুধু ছোট-খাটো দুর্নীতি নিয়ে ব্যস্ত থাকছে না, এখন বড় বড় রাগোব বোয়ালরাও ধরা পড়ছে। সুতরাং গণমাধ্যম কর্মীরা যেভাবে আগাম দুর্নীতির সংবাদ প্রকাশ করে সর্তক করে দিচ্ছে, তাতে করে দুর্নীতি করতে কেউ সাহস পায় না, এর মধ্যেও যারা দূর্নীাত করছে তারা, কিন্তু ভয়ে ভয়ে থাকছে।

    সেমিনারে প্রবন্ধের উপর আলোচনা করেন, জেলা তথ্য অফিসার মো: মেহেদী হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাংবাদিক কার্তিক দাস, সাংবাদিক মলয় কান্তি নন্দী , সাংবাদিক এ্যাডঃ তারিকুজ্জামান লিটু, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।