নড়াইলে দুর্নীতি বিরোধী ও নৈতিকতা বিষয়ক মতবিনিময়

    0
    243

    নড়াইল প্রতিনিধি: নড়াইলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী ও নৈতিকতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নড়াইল সরকারি মহিলা কলেজের মাল্টিপারপাস রুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, এসময় নড়াইল সদর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) মোঃ আজিম উদ্দিন, দুদক সমন্বিত কার্যালয় যশোরের সহকারি পরিচালক মোঃ মাহফুজ ইকবাল, সহকারি পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমান, দুপ্রক জেলা কমিটির সদস্য, কলেজের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    আয়োজনে অতিথি ও শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

    এসময় বক্তারা দুর্নীতি বিরোধী বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দুর্নীতি মুক্ত মানুষ হয়ে গড়ে ওঠার আহবান জানান।