নড়াইলে দু’দিনব্যাপি মোসলেম মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী

    0
    215

    “রবিবার নড়াইলে জারী সম্রাট চারনকবি মোসলেম উদ্দিনের ১১৩ তম জন্ম জয়ন্তী  উপলক্ষ্যে দু’দিনব্যাপি মোসলেম মেলার উদ্বোধন করবেন  তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২নভেম্বর,নড়াইল প্রতিনিধিঃ  নড়াইলে রবিবার শুরু হচ্ছে  জারী সম্রাট চারনকবি মোসলেম উদ্দিনের ১১৩ তম জন্ম জয়ন্তী  ও কার্তিকের পূর্ণিমা তিথিতে দু’দিনব্যাপি (১৩-১৪ নভেম্বর) মোসলেম মেলা।  রবিবার বিকেল ৩টায় সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামে প্রয়াত শিল্পীর বাড়িতে মেলার উদ্বোধন করবেন মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। জারি স¤্রাট মোসলেম স্মৃতি পরিষদের আয়োজনে ২দিন ব্যাপী মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা, কবি প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, দোয়া মাহফিল,লাঠি খেলা, মোসলেম গীতি প্রতিযোগিতা, জারি গান এবং  স্মরণ সভা।

     মরমী এই কবি মোসলেম উদ্দিন ১৯০৪ সালের ২৪ এপ্রিল  নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামে জন্ম গ্রহন করেন এবং ১৯৯০ সালের ১৯ আগষ্ট তার মৃত্যু হয়।  ১৯৬৯ সালে চারণ কবি মোসলেম উদ্দীন জারী সম্রাট উপাধি ,১৯৭৬ সালে ফররুখ আহমেদ সাহিত্য স্বর্ণ পদক(গীতি কবিতায়)লাভসহ অসংখ্য পুরস্কার তিনি জীবনের বিভিন্ন সময় লাভ করেছেন।

    প্রসঙ্গত, বাংলাদেশে জারী গানকে পরিশিলিত একটি শিল্পমন্ডিত লোকসাহিত্যের অঙ্গনে মোসলেমই নিয়ে আসেন। জারীগানের পাশাপাশি কবিগান,ভাবুকগান এমনকি ঝুমুর যাত্রাগানের অদ্বিতীয় প্রবাদ পুরুষ জারী সম্রাট মোসলেম উদ্দিন। তিনি ২০ টি জারী গানের পালা কাহিনী, প্রশ্ন জবাব, ব্যঙ্গ কিংবা উপদেশ, ধুয়া গান, ভজন, বিচ্ছেদ, ভাব, ভাটিয়ালী, অষ্টক,কীর্ত্তন, হালুই, সারী, হামদ, নাত-এ-রাসুল, খাঁজার গান, দেশাত্ববোধক, শ্লেষাত্বক, রণসঙ্গীত, কৃষির গান ইত্যাদি বিষয়ে দেড় সহস্রাধিক সঙ্গীত রচনা করেছেন।

    প্রয়াত জারি স¤্রাটের সুযোগ্য পূত্র বাংলাদেশের অন্যতম জারি শিল্পী রওশন আলী জানান, তার বাবা মোসলেমের জীবদ্দশায় ১৯২৯ সাল থেকে প্রতি বছর কার্তিকের মধু পূর্ণিমা তিথিতে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে।