নড়াইলে ট্রাকের নীচে পিষ্ট হয়ে বাবা-মেয়ে নিহতঃআহত ৫

    0
    228

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩জুন,সুজয় কুমার বকসীঃ নড়াইল শহরের রপগঞ্জ এলাকায় শায়লা ক্লিনিকের সামনে একটি ট্রাক ইজিভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতরা হলো অটো রিক্সার যাত্রী সদরের মাইজপাড়া ইউনিয়নের মধ্যপল্লী গ্রামের উকিল মিয়া (৪৫) ও তার কন্যা খাদিজা বেগম (২৩)।  আহতরা হলো ইজিভ্যানের ড্রাইভার লোহাগড়া শালনগর গ্রামের বাবু মিয়া(২২), যাত্রী নড়াইল গনপূর্ত বিভাগের কর্মচারী আকরাম হোসেন(৫৪), মাগুরা জেলার শালিখা উপজেলার হাসাইখোলা গ্রামের জয়নাল মোল্যার পূত্র পরশ(২৮), নিহত খাদিজার কন্যা ইভা(৩) ও ট্রাকের হেলপার শহরের দূর্গাপুর এলাকার সোহেল(২০)।

    আশংকাজনক অবস্থায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার(৩জুন) এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান,  নড়াইল-যশোর সড়কের রুপগঞ্জ শায়লা ক্লিনিকের সামনে বুধবার দুপুর ১২টার দিকে একটি ট্রাক(ঢাকা মেট্টো-ট-১৮-১৮৬৯) যাত্রী বাহি একটি ইজিভ্যানকে ধাক্কা দিলে রিক্সাটি ট্রাকের নিচে পিষ্ট হয়। এ সময় ঘটনাস্থলেই অটো রিক্সার যাত্রী উকিল ও তার মেয়ে খাদিজা নিহত হয়।  উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি ভাংচুর ও কিছু সময় সড়ক অবরোধ করে রাখে । পরে পুলিশ ট্রাকটিকে আটক করে । লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, হেলপার ট্রাকটি চালাচ্ছিলেন।

    সদর থানার ওসি শেখ মতিয়ার রহমান ট্রাক চাপায় ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন,  ঘাতক ট্্রাকটিকে আটক করা হয়েছে