নড়াইলে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক

    0
    430

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩নভেম্বর,ডেস্ক নিউজ,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলকে পরিচ্ছন শহর হিসেবে গড়ে তুলতে নিজেই হাতে ঝাড়– আর ময়লা পরিস্কারের বেলচা তুলে নিলেন নড়াইল জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।“ক্লিন নড়াইল, গ্রীন নড়াইল” গড়তে নড়াইল পৌরসভায় পরিচ্ছন্নতার এই অভিযান শুরু করা হয়েছে।
    বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্টেডিয়াম সামনে অভিযানের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক।
    নড়াইল পৌরসভার প্রতিটি অলি-গলি, বাসা-বাড়ির আঙ্গিনায় ময়লা আবর্জনামুক্ত করতে অভিযান শুরু করা হয়েছে। এ অভিযান চলবে আগামি ১৬ ডিসেম্বর পর্যন্ত।
    উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, বিজয়ের মাসে নগরবাসিকে পরিষ্কার শহর উপহার দিতে চাই। পৌর এলাকার সড়ক ও জনপথের রাস্তাসহ পৌরসভা, জেলা পরিষদের সকল রাস্তা ও স্থাপনার চৌহর্দিতে জমে থাকা ময়লা আবর্জনা সরিয়ে ফেলে নড়াইলকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সড়ক ও জনপথের রাস্তার দুইধারে কোন অবৈধ স্থাপনা রাখা হবে না। দ্রুত নির্দিষ্ট স্থানে বর্জ সংরক্ষণ ও সেই বর্জ্য দিয়ে জৈব সার তৈরীর উদ্যোগ নেয়া হবে।
    এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মো: সিদ্দিকুর রহমান (উপ-সচিব), পৌর মেয়র মো: জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলার ইউএনও সালমা সেলিম, পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক, সাইফুল আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।