নড়াইলে জেলা ব্রান্ডিং ও কিশোর বাতায়ন বিষয়ক প্রেস ব্রিফিং

    0
    401

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩অক্টোবর,নড়াইল প্রতিনিধি: নড়াইলে জেলা ব্রান্ডিং ও কিশোর বাতায়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম ( এটুআই-) প্রধান মন্ত্রীর কার্যালযের সহযোগীতায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ মেহেদি হাসানের সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। এ সময় স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ সিদিকুর রহমান, অতিরিক্ত জেলঅ প্রশাসক ( সার্বিক) মোঃ কামরুল আরিফ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আলমগীর সিদ্দিকীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
    সভায় জানানো হয়, চিত্রা নদীকে কেন্দ্র কওে পর্যটন শিল্পের বিকাশ, নড়াইল জেলার ইইতহাস, ঐতিহ্য খেলাধুলা এবং সাংস্কৃতিকে সম্পৃক্ত করে জেলা ব্য্যান্ডিংএর বিষয় নির্বাচন করা হয়েছে। কিশোর বাতায়নের মাধ্যমে শিশু কিশোরদের মাঝে নিজ জেলার অপার সম্ভাবনাকে তুলে ধরা এবং প্রচারনায় তাদের অংশ গ্রহন নিশ্চিত করার লক্ষ্যে“আমার জেলা আমার অহংকার” প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। ৩টি ক্যাটাগরীতে শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করতে পারবে। এর মাধ্যমে জেলা ব্র্যান্ডিং কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা,শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ও প্রতিভা অন্বেষণ,আইসিটির ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের সচেতনতা ও উদ্ভুদ্ধকরণ করা এর মূল লক্ষ্য বলে জানানো হয়।