নড়াইলে জেলা উন্নয়ন মেলার শুরু

    0
    247

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮সেপ্টেম্বরঃ নড়াইলে ৩দিন ব্যাপী জেলা উন্নয়ন মেলা শুরু হয়েছে। সোমবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ মেলায় জেলার সরকারি- বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫ টি ষ্টল খোলা হয়েছে।  মেলা উপলক্ষে সকালে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বেরর করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রায়হান কাওছার।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,এম নাজিমউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস,  সদর উপজেলা নির্বাহী অফিসার নাসিমা খাতুন,প্রফেসর মুন্সি হাফিজুর রহমান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সৈয়দা জাহানারা ওয়াহিদ, নারী নেত্রী রাবেয়া ইউসুফসহ অনেকে।