নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

    0
    241

    নড়াইল প্রতিনিধি: “মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি ” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় মৎস্য সপÍাহ ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯, জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস, নড়াইলের আয়োজনে র‌্যালী ,মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন ।
    জেলা মৎস্য কর্মকর্তা জেলা মৎস্য কর্মকর্তা ড. শেখ শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা মৎস্য অফিসের সহকারি পরিচালক হোসনে আরা হ্যাপী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হক, সরকারি কর্মকর্তা, মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারি,সাংবাদিক, মৎস্য চাষী, হ্যাচারি মালিক,মৎস্য ব্যাবসায়ি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।