নড়াইলে জাতীয় ভিটামিন“এ” প্লাস ক্যাম্পেইন পালিত হচ্ছে

    0
    236

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩ডিসেম্বর,নড়াইল প্রতিনিধিঃ  আজ ২৩ ডিসেম্বর শনিবার জাতীয় ভিটামিন“এ” প্লাস ক্যাম্পেইন । সারা দেশের সাথে নড়াইলেও এ ক্যাম্পেইন পালিত হচ্ছে। সকাল ১০ টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পিকেএস সূর্য্যের হাসি ক্লিনিক কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। সিভিল সার্জন ডাঃ মোঃ আসাদ-উজ-জামান মুন্সীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলেল উপ-পরিচালক মোঃ শামসুল আলম, প্যানেল মেয়র মোঃ রেজাউল বিস্বাস, পিকেএস কর্মকর্তা চন্দন মূর্খাজী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিশু ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    এ ক্যাম্পেইনে  মোট ১ হাজার ৩৮টি কেন্দ্রের মাধ্যমে জেলায় মোট ৯৪ হাজার ৩০ জনশিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।  ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার  ৭ শত ৩৮ জন শিশুকে  নীল রঙের “এ” ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৩ হাজার ২ শত ৫০ জন শিশুকে লাল রঙের “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।