নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদৎ বার্ষিকী

    0
    182

     ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫আগস্ট,সুজয় কুমার বকসী: নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, পৌর যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ,সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে।

    সকাল সাড়ে ৮টায় শহরের পুরাতন বাসটার্মিনাল থেকে একটি শোক র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।  পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ,  পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু প্রমূখ।

    এ ছাড়া বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজধারন, শোকর‌্যালি, আলোচনাসভা, মিলাদ মাহফিল, চেক ও পুরস্কার বিতরন।