নড়াইলে জন্মাষ্টমীর শোভাযাত্রাঃআসার পথে নিহত-১,আহত-১৫

    0
    243

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪আগস্ট,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে নানা আয়োজনে সনাতন ধর্মের  ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। আজ সোমবার (১৪ আগষ্ঠ) দিনটি পালন উপলক্ষে বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ,নড়াইল জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতা পাঠ,আলোচনা সভা, ভজন সঙ্গিত, বিশেষ প্রার্থনা ও শ্রীকৃষ্ণ পূজাঁ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নড়াইল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম  থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল টাউন কালী বাড়ী গিয়ে শেষ হয়।  পরে ঐ স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ,নড়াইল জেলা শাখার  সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিস্বাস,পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু,পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিস্বাস, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ,নড়াইল জেলা শাখার  সাধারন সম্পাদক কমলাখী বিস্বাস, ইসকন ,নড়াইলের অধ্যক্ষ শ্রী গৌরাঙ্গ দয়াল দাস,কৃষ্ণ ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    অপরদিকে জন্মাষ্টমীর শোভাযাত্রা আসার পথে সড়ক দূর্ঘটনায় বেনেতা বিস্বাস (৭৫) নামের একজন নিহত হয়েছে। এঘটনায়  কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে নড়াইল-যশোর সড়কের সদরের দূর্বাঝুড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

    নিহত বেনেতা বিস্বাস জেলার সদর উপজেলার আগদিয়ার চরের বাসিন্দা। সে ওই গ্রামের নিরোধ বিস্বাসের স্ত্রী।

    দুর্ঘটনায় আহত সবিতা (৩৫), পান্না (২৫), কনিকা (৩০), ছন্দা (২২), লতা রায় (৪০), সুনিতা গুপ্ত (৩৫), চন্দনা (২৩), বিউটি মল্লিক (৩৫), লিটন (২৫)কে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মোঃ অহিদুর রহমান জানান, জন্মাষ্টমীর শোভাযাত্রা যোগদানের জন্য সদর উপজেলার তুলারামপুর একটি নছিমনের করে যাত্রীরা আসছিল। দূর্বাঝুড়ি নামক স্থানে নড়াইলের কালিয়া থেকে যশোর গামী একটি বাস নছিমনটিকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে।

    তিনি জানান, ঘাতক বাসটিক আটক করা হলেও চালক পালিয়ে গেছে।নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান বাবু জানান, দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। আহত ৯ জনকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    এঘটনায় আহত ও নিহতকে  দেখতে সদর হাসপাতালে যান জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরি, সদর উপজেলা নির্বাহী অফিসার ( দায়িত্বপ্রাপ্ত) শিমুল কুমার সাহা, পূজাঁ উদযাপন পরিষদ,নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ ।