নড়াইলে ছাত্রনেতা শহীদ চয়ন মল্লিকের ২৭তম মৃত্যু বার্ষিকী

    0
    250

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৯০ এর গণ আন্দোলনের ছাত্রনেতা শহীদ চয়ন মল্লিকের ২৭ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা ও শহীদ মানিক ও চয়ন স্মৃতি সংসদের আয়োজনে শোকর‌্যালী ,আলোচনা সভা ও গণ ভোজের আয়োজন করা হয়। শোক র‌্যালীটি নড়াইল আদালত সড়ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে শহীদ চয়ন মল্লিকের স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পন করা হয়। পরে নড়াইল প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস,জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস,সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু,যুবলীগ নেতা ফরহাদ হোসেন মোল্যা, গাউসুল আযম মাসুম, মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ফেরদৌজ খান মিলন, সদস্য সচিব অ্যাডঃ কাজী বশিরুল হক, সদস্য অ্যাডঃ কয়েচ, কামরুজ্জামান খান তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি নিলয় রায় বাধন, জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

    বক্তারা, ৯০ এর গণ আন্দোলনের সময় বিএনপির সন্ত্রাসীর হাতে নিহত ছাত্রনেতা চয়ন মল্লিক হত্যার মামলার রায় পুনঃ বিচারের দাবি জানান।