নড়াইলে চিনি কল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    0
    244

    নড়াইল প্রতিনিধি: পাট কল ও চিনি কল বন্ধের প্রতিবাদ এবং এগুলোকে লাভজনক শিল্পে পরিণত করার দাবিতে জেলা ওয়ার্কার্স পার্টি নড়াইলে শহরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে শহরে এক বিক্ষোভ মিছিল শেষে আদালত চত্বরে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পাটির জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শাহাজাহান আলী মৃধা, সদর উপজেলার সাবেক ভাইচ-চেয়ারম্যান স্বপ্না সেন, ছাত্র মৈত্রী নেতা এস.কে রুবেল হোসেন প্রমুখ। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

    অপরদিকে একই দিনে নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সদর হাসপাতালের সামনে হেলথ কেয়ার ডায়াগনোস্টিক সেন্টার এন্ড কনসালটেশন সেন্টারে বুধবার (৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত সামসুন্নাহার ফাউন্ডেশনের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ১শ সাধারণ ও দরিদ্র মানুষকে চিকিৎসাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। দিনব্যাপি মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন নড়াইল সদর হাসপাতালের মেডকেল অফিসার ডা. মিনারুল হোসেন।
    এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ এসানুল বারী রুপম বলেন, তার মায়ের নামে এ ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য দরিদ্র মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সম্প্রতি করোনায় কর্মহীন হয়ে পড়া ১ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয় বলে জানান।