নড়াইলে গোয়েন্দাদের অভিযানে ৬শ পিচ ইয়াবাসহ আটক-১

    0
    246

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯জুলাই,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে ৬শ পিচ ইয়াবাসহ এক চা বিক্রেতাকে আটক হয়েছে।

    শনিবার বিকালে শহরের রূপগঞ্জ বাজারের বাটারফ্লাই শো-রুমের সামনে চা বিক্রেতা শাহ পরাণের কাছ থেকে ১৯০ পিচ ইয়াবা উদ্ধার করে। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক শহরের কুড়িগ্রাম এলাকায় এস,এম সুলতান কমপ্লেক্স সড়কের সামনে জাকির হোসেন সুমনের বাসায় অভিযান চালিয়ে আরও ৪১০ পিচ ইয়াবা ও ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।

    নড়াইলের গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভওয়াখালী  মৎস্য প্রজনন কেন্দ্র এলাকা থেকে শাহ্ পরাণ নামে এক চা বিক্রেতাকে ১৯০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।  শাহ পরাণ পৌরসভার ভওয়াখালী এলাকার গোলাম রহমানের ছেলে।

    নড়াইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ মেহেদী হাসান জানান, শাহ পরাণের স্বীকারোক্তি মোতাবেক শহরের কুড়িগ্রামের এসএম সুলতান কমপ্লেক্স সড়কের পাশের বক্তিয়ার রহমানের বাসার ভাড়াটিয়া এসকে ইন্টারন্যাশনালের মালিক জাকির হোসেন সুমনের বাসায় অভিযান চালানো হয়। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১০পিচ ইয়াবা ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

     অভিযানে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর থানার ওসি (তদন্ত) জুলফিকার আলীসহ সদর থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যবৃন্দ  অংশগ্রহণ করেন।

    নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী জাকির হোসেন সুমনকে আটকের জোর চেষ্টা চলছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    এর আগে শনিবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে লোহাগড়াকে মাদক মুক্ত করতে ১শত দিনের মাদক বিরোধী অভিযান শুরু উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশের পদস্থ কর্মকর্তাগন সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সভায় ২৩ শে ফেব্রুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত নড়াইলের মাদক ও জঙ্গি বিরোধী অভিযানের চিত্র তুলে ধরা হয়। সভায় জানানো হয় এ পর্যন্ত (২৩ ফেব্রুয়ারি – ৭ জুলাই ) জেলায় ২৭৪ টি মামলায় ৩৪২ জন আসামী ও গ্রেফতারসহ ০৭ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯ শত ৫৩ পিস ইয়াবা, ১০ কেজি ৯শত৮৭ গ্রাম গাজা,৪৬ লিটার৬শত৫০ মিলি লিটার দেশি/ বিদেশি মদ ও ২ শত ৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।