নড়াইলে কৃষিবিদ দিবস পালিত

    0
    156

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩ফেব্রুয়ারি,নড়াইল প্রতিনিধিঃ “ বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে এ উপলক্ষে র‌্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কার্যালয় চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের পুরাতন বাসটার্মিনালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন শেষে একইস্থানে এসে শেষ হয়।

    পরে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ চিন্ময় রায়, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আজিম উদ্দিন, হেলালুর রহমান, নজরুল ইসলাম, হোসনে আরা হ্যাপী, সুবির রায় প্রমূখ। এসময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।