নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দ্রুত গতীর ব্রডব্যান্ড ইন্টারনেট

    0
    238

    সেবার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫অক্টোবর,সুজয় কুমার বকসী:  নড়াইলের সীমান্তবর্তী এগারোখান গ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভ্রাম্যমান লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া দ্রুত গতীর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার দাবিতে মোমবাতি জেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    শনিবার রাতে পূজা পুর্ণমিলনী ও এগারোখান ডটকমের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকঁড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    তথ্য প্রযুক্তি কেন্দ্র এগারোখানের সভাপতি মুকুল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জজ (অবসরপ্রাপ্ত ) আদিত্য কুমার বিশ্বাস। অনুষ্ঠানে এতিহ্যবাহী এগারোখান গ্রামের ৭৫ জন কৃতি সন্তান ও মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয় এবং ফিতা কেটে “ শিক্ষানীড় ” নামে একটি ভ্রাম্যামান লাইব্রেরীর উদ্বোধন করা হয়।

    পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে এগারোখান গ্রামে দ্রুত গতীর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার দাবিতে মোমবাতি জে¦লে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শহীদ শেখ আবু নাসেন বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ বিধান চন্দ্র গোস্বামি, উপ-পরিচালক (অব) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, ঢাকা, ডঃ সাধন কুমার বিশ^াস,শিক্ষক গোকুল কুমার বিশ^াসসহ অনেকে।
    উল্øেখ্য,হিন্দু অধ্যুষিত পল্লী এগারোখান গ্রামে অসংখ্য চিকিৎসক. ইঞ্জিনিয়ার নার্স, রাজনীতিবিদসহ গুনীব্যক্তিদের জন্ম হয়েছে।