নড়াইলে কর্মজীবি ল্যাকটেটিং মায়েদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত  

    0
    213

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪মে:সুজয় কুমার বকসীঃনড়াইলে কর্মজীবি ল্যাকটেটিং মায়েদের হেলথ ক্যাম্প ও উপকরণ বিতরন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আব্দুল হাই ডিগ্রী কলেজের হল রুমে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন এবং মায়েদের  খাবারও পরিচর্যা উপকরণ বিতরন করেন জেলা প্রশাসক আব্দুল গাফ্ফার খান।

    জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সুব্রত কুমার সাহা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমান মিরু,আশার আলো ফাউন্ডেশনের পরিচালক আফরোজা খানম,পৌর সচিব, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোনজুরুল মোর্শেদ মুন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুরেশ কুমার নন্দী, পৌর কাউন্সিলান নাজনীন সুলতানা রোজীসহ অনেকে। ক্যাম্পে নড়াইল পৌর সভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের ২৩৮জন কর্মজীবি ল্যাকটেটিং মাকে স্বাস্থ্য পরিক্ষা করা হয় এবংস্বাস্থ্য পরিচর্যার জন্য ১টি স্যাবলন, ১টি সাবান,৪টি খাবার স্যালাইন,জুসসহ ৯টি উপকরন দেয়া হয়।

    পৌর সভার ৯টি ওয়ার্ডে মোট ৭শত ৫০ জন কর্মজীবি ল্যাকটেটিং মায়েদের এ সুবিধা প্রদান করা হবে।