নড়াইলে করোনায় ক্ষতিগ্রস্থ কওমী মাদ্রাসায় চেক বিতরণ

    0
    214

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইল করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ক্ষতিগ্রস্থ কওমী মাদ্রাসার জন্য ধর্ম মন্ত্রনালয় থেকে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে।

    আজ রবিবার নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলার চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলর প্রশাসক আনজুমান আরা।

    নড়াইল সদরের ৩২ টি কওমী মাদ্রাসার প্রতিনিধির কাছে চেক হস্তান্তর করা হয়। সদরের প্রতিটি মাদ্রাসাকে ১০ হাজার টাকার চেক দেয়া হয়। জেলায় মোট ১২২ টি মাদ্রাসায় জন্য  ১২ লক্ষ ৩২ হাজার টাকার চেক বিতরণ করা হবে। 

     সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, কওমী মাদ্রাসার প্রতিনিধিরা  সময় উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসক আনজুমান আরা জানান, করোনা ভাইরাস এর এই বৈশ্বিক মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কওমী মাদ্রাসার জন্য দেয়া উপহার  চেক আজ সদরে  ৩২ টি মাদ্রাসায়  প্রতিনিধির কাছে বিতরণ করা হল জেলায় মোট  শত ২২ টি কওমী মাদ্রাসার জন্য  ১২ লক্ষ ৩২ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।