নড়াইলে ওয়ার্ল্ডভিশনের পক্ষ থেকে শিশুদের জন্মদিন পালিত

    0
    274

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮ফেব্রুয়ারী,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ওয়ার্ল্ডভিশনের পক্ষ থেকে শিশু বান্ধব কেন্দ্রের শিশুদের জন্মদিন পালিত এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে শহরের কুড়িগ্রাম এলাকায় অবস্থিত অবহেলিত বস্তির শিশুদের নিয়ে গঠিত শিশু বান্ধব কেন্দ্রে চাইল্ড সেফটি নেট প্রজেক্ট ,ওয়ার্ল্ড ভিশন যশোরের আয়োজনে এ জন্মদিন পালিত হয় এবং ৪০ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ প্রধান অতিথি হিসাবে কেক কাটেন এবং শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছিমা খাতুন,বীরশ্রেষ্ট নূরমোহম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুনেছা, চাইল্ড সেফটি নেট প্রজেক্টের এরিয়া কো-অডিনেটর মাইকেল মন্ডল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন,পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইপি রানী বিশ্বাস, আশারআলো ফাউন্ডেশনের পরিচালক আফরোজা আক্তার, অবপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার বিশ্বাস, মোঃ মহিদুল ইসলাম,প্রজেক্ট অফিসার আবেদা সুলতানাসহ অনেকে।