নড়াইলে উপজেলা চেয়ারম্যান জামিনে মুক্ত হবার পর গ্রেফতার

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২জানুয়ারী,       ২টি মামলায় জামিনের পর মঙ্গলবার আদালত চত্বর থেকে আবার গ্রেফতার হলেন নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (৪৪)।

    জানা গেছে, মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে মনিরুল ইসলাম মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে নড়াইল সদর আমলি আদালতে দু’টি গাড়ী পোড়ানো মামলায় হাজিরা দেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাকারীয়্যা দু’টি মামলাতেই জামিন মঞ্জুর করেন। জামিন লাভের পর আদালত চত্বর এলাকা থেকে ডিবি পুলিশ আরেকটি নাশকতা মামলায় সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামকে গ্রেফতার করে।

    নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মোঃ আয়ুব হোসেন জানান, মনিরুল ইসলামকে ২০১৩ সালের ২৭ অক্টোবর নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় সড়ক অবরোধ, নাশকতা ও পুলিশের কাজে বাঁধাদান মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

    উল্লেখ্য, গত বছরের ০৯ নভেম্বর নড়াইলে নাশকতার একটি মামলায় উপজেলা চেয়ারম্যান মনিরুলের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে তিনি আবার দায়িত্ব ফিরে পান।

    তিনি গাড়ী পোড়ানো, পুলিশের ওপর হামলাসহ কয়েকটি নাশকতার মামলায় গত এক বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।