নড়াইলে ঈদ-ঊল-আজহা উপলক্ষে ভিজিএফ কার্ডের মাধ্যমে গরীব ও দুঃস্থদের মাঝে চাল বিতরন শুরু

    0
    204

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯সেপ্টেম্বর,সুজয় কুমার বকসী: পবিত্র ঈদ-ঊল-আজহা উপলক্ষে নড়াইল  পৌরসভায় ভিজিএফ কার্ডের মাধ্যমে গরীব ও দুঃস্থদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে।  শনিবার সকালে পৌরসভা কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র (দায়িত্ব প্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল।  এ সময় পৌরসভার কর্মকর্তা,কর্মচারিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ বছর নড়াইল পৌরসভায় ৪ হাজার ৬ শত ২১ টি কার্ড বিতরণ করা  হয়েছে । প্রতিটি কার্ডের জন্য ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।

    এ জন্য মোট ৪৬.২১০ মেট্রিক টন  চাল বরাদ্দ করা হয়েছে। এ বছর জেলায় মোট ৭৪ হাজার ৪ শত ৩৭টি ভিজিএফ কার্ড বিতরন করা হয়েছে। এ জন্য ৭ শত ৪৪.৩৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।