নড়াইলে “ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিত করণ নবায়ন” শীর্ষক প্রশিক্ষন

    0
    230

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯মার্চ,এম ওসমানঃ নড়াইলে ইউনিয়ন চেয়ারম্যানদের ৩ দিন ব্যাপী (২৯-৩১) “ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিত করণ নবায়ন ” শীর্ষক প্রশিক্ষন শুরু হয়েছে। রবিবার  জেলা প্রশাসকের স¤েম্মলন কক্ষে  জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউটের আয়োজনে এ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল গাফ্ফার খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাসের  সভাপতিত্বে  এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ রায়হান কাওছার,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনসহ অনেকে।  এ প্রশিক্ষনে জেলার ৩৯টি ইউনিয়নের ৩৯ জন চেয়ারম্যান অংশ নিচ্ছেন।

    ৩দিন ব্যাপি এ প্রশিক্ষনে স্থানীয় সরকার কি,বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা এবং সংবিধানে এর অবস্থান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্য ও সচিবদের দায়িত্ববাল, স্থানীয় সরকার( আইনয়ন পরিষদ) আইন,২০০৯ এর গুরত্বপূর্ন ধারা এবং ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কার্য়াবলি, জ্ন্মমৃত্যু নিবন্ধন আইন,২০০৪ও এর প্রায়োগিক দিক সমূহ,বাল্য বিবাহ ও যৌতুক নিরোধ এবং নাগরিক সনদ,তথ্য প্রাপ্তির অধিকার এবং উচ্চতর প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে ধারনা প্রদান করা হবে।