নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

    0
    236

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫নভেম্বরঃ “নারীর প্রতি সহিংসতা রোধে আসুন, আমরা সবাই একতাবদ্ধ হই ” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে পালিত হল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। দিবসটি পালন উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সূর্যের হাসি ক্লিনিক পিকেএস , নবান্নসহ বিভিন্ন বেসরকারী সংগঠনের আয়োজনে র‌্যালী,মানব বন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।

    সূর্যের হাসি ক্লিনিক পিকেএস বস্তিবাসীদের নিয়ে নড়াইল জমিদার বাড়ী এলাকায় র‌্যালী করে ,পরে পিকেএস কার্যালযে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সব অনুষ্ঠানে উপস্তিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনিছুর রহমান, ডাঃ শাহ ফজল এলাহী, ক্লিনিক ম্যানেজার চন্দন মূর্খাজীসহ অনেকে। দুপুরে নড়াইল চৌরাস্তায় কয়েকটি নবান্নসহ কয়েকটি বেসরকারি সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু,সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম,জেলা মিত্র জোটের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,নারী নেত্রী শাহানারা বেগম। সমাবেশে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।