নড়াইলে অজ্ঞান পার্টির কবলে ইজিবাইক খোয়া,গ্রেপ্তার-২

    0
    461

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে যাওয়ার ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার দুুপরে লোহাগড়া থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার দেবদুন গ্রামের মকিতুর রহমান মোল্লা (৬০) এবং তাঁর ছেলে আরাফাত মোল্লা (৩৫)।

    গত ১০ ফেব্রুয়ারি দুপুরে সাকিব শিকদারের ইজিবাইকটি খোয়া যায়। এ ঘটনায় সাকিব শিকদার বাদী হয়ে আজ মঙ্গলবার দুপুরে লোহাগড়া থানায় মামলা করেছে।  এজাহারভুক্ত ওই দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

    সাকিব শিকদারদের বাড়ি কালিয়া উপজেলার আটলিয়া গ্রামে। সাকিব জানায়, নড়াইল শহর থেকে দুজন যাত্রী তাঁর ইজিবাইকে ওঠে। নিয়ে আসে লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে। সেখানে ওই দুজন বিস্কুট ও পানি খায়। সাকিবকেও খেতে দেয়। তা খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে সাকিব। ইজিবাইকটি নিয়ে যায় ওই দুর্বৃত্তরা। এরপর স্থানীয় লোকজন তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

    লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া দুজন সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য। ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলছে।