নড়াইলের সিভিল সার্জন করোনায় আক্রান্ত

    0
    264

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের সিভিল সার্জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। নড়াইলের সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন জানান, বর্তমানে তার জ্বর, গলায় ব্যথা এবং সামান্য সর্দি-কাশি রয়েছে। তিনি নিজ কোয়ার্টারেই আইসোলেশনে রয়েছেন। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

    স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টয় জেলায় ৬জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ১৩জন চিকিৎসক, ২৭জন পুলিশ সদস্য, ২৯জন সেনা সদস্য ও স্বাস্থ্য বিভাগের ৫৩জনসহ সর্বমোট ৯৩০জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২চিকিৎসকসহ ৬২৪জন সুস্থ হয়েছেন এবং ১৩জন মারা গেছেন।

    উল্লেখ্য,গত ৮ আগষ্ট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, মা হামিদা মোর্ত্তজা বলাকা, মামী কামরুন্নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়ার করোনা পজিটিভ এসেছে।

    এর আগে ১৯ জুন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা, স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মোরসালিন বিন মোর্তুজা সিজার করোনায় আক্রান্ত হয়ে স্স্থ্যু হয়েছেন।

    এছাড়া নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএমও করোনায় আক্রান্ত হন। এখন তিনি সুস্থ।