নড়াইলের লোহাগড়ায় বাল্যবিয়ে বন্ধ করলেন টিএনও

    0
    229

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮ফেব্রুয়ারী,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় নবম শ্রেনীর এ ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি)  দুপুরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা বিয়ের আসরে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধে করেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে লোহাগড়া কমিউনিটি সেন্টারে নড়াইলের লোহাগড়া বাজার এলাকায় এমকে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আয়েশা খানমের (১৪) বিয়ের আয়োজন করা হয়। আয়েশা লোহাগড়া পৌর সভার জহুর বিশ্বাসের মেয়ে।

    খবর পেয়ে লোহাগড়া ইউএনও মোঃ সেলিম রেজা লোহাগড়া কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করেন এবং ‘উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না’ মর্মে কনের মাতার কাছ থেকে মুচলেকা নেন।

    এ ঘটনার খবর পেয়ে বর গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ভাটিয়াপাড়া এলাকার ইকবাল হোসেনসহ বরযাত্রী পালিয়ে যান।