নড়াইলের লোহাগড়ার আমাদা গ্রামে ৪০ বছরের দ্বন্দ্ব-সংঘাতের অবসান

    0
    321

    নড়াইল প্রতিনিধি, ০৭ মে:দেশীয় অস্ত্র জমাদানের মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে ৪০ বছরের দ্বন্দ্ব-সংঘাতের অবসান হয়েছে।  এ সময় তরমুজ, বাঙ্গি, কলা, পেঁপেসহ বিভিন্ন দেশি ফল, পাকান পিঠা , ভাজা পিঠাসহ বিভিন্ন পিঠা এক পক্ষ অন্য পক্ষকে খাইয়ে কোলাকুলি করেন।

    মঙ্গলবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে আমাদা গ্রামের দু’পরে লোকজন লোহাগড়া  উপজেলার আমাদা আদর্শ কলেজ মাঠে শপথগ্রহণের মধ্য দিয়ে ঢাল, সড়কিসহ দেশীয়অস্ত্র জমা দিয়েছেন। বিবাদমান দু’পরে লোকজন আর হানাহানি, মারামারি ও হত্যাকান্ডে লিপ্ত হবেন না বলে শপথগ্রহণ করেন। এ সময় দু’পরে নেতা আবুল কাশেম খান ও আলী আহম্মদসহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, এতে করে আমাদা গ্রামের ৪০ বছরের দ্বন্দ্ব-সংঘাতের অবসান হলো। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদা গ্রামে দু’পে অন্তত ১০টি হত্যাকান্ডের ঘটনাসহ শতাধিক লোক পঙ্গুত্ববরণ করেন। এছাড়া দেড় শতাধিক হামলা-মামলার ঘটনা ঘটেছে।

    দেশীয় অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে লèীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বশিরুল হক বশিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এসকে আবু বাকের, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ  আল ফয়সাল খানসহ  আমাদা মাধ্যমিক বিদ্যালয়, এবিএনকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমাদা দাখিল মাদরাসা, আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

     নড়াইলের কালিয়ায় শষ্য কর্তন মাঠ দিবস অনুষ্ঠিত

     নড়াইল প্রতিনিধি

    নড়াইলের কালিয়া উপজেলার বাকা গ্রামে শষ্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  দুপুরে কালিয়ার বাকা গ্রামের  মোল্যা হুমায়ুন কবীরের মাঠে কৃষি উৎপাদনশীলতা উপকরন ত্বরান্বিত প্রকল্প এর আওতায় গুটি ইউরিয়া  ব্যাবহার করে উৎপাদিত ২৮ ধানের  কর্তন ও গুটি ইউরিয়া ব্যাবহারের উপকারিতার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আইএফডিসির তত্ত্বাবধানে কৃষি সম্প্রসারন অফিসের সহযোগিতায় গুটি ইউরিয়ার ব্যাবহারের উপর এ প্রকল্প পরিচালিত হচ্ছে। শষ্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার এস এম খালিদ সাইফুল্লা, বিশেষ অতিথি ছিলেন আই এফ ডিসির কৃষিবিদ মোঃ ইকবাল হক। এ সময় কালিয়া উপজেলা উপ-সহকারি কৃষি সম্প্রসারন অফিসার আকতারুজ্জামান,আইএফডিসির  মাঠ পরিদর্শক মোঃ মাছুম খানসহ শতাধিক কৃষান- কৃষানি উপস্থিত ছিলেন।