নড়াইলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বহিষ্কার

    0
    211

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫ডিসেম্বরঃ নড়াইলের কালিয়ায় দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে কালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু স্বাক্ষরিত এ বহিষ্কারাদেশ দেয়া হয়।।

    জানাগেছে, কালিয়া পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয়ভাবে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান হিরাকে মনোনয়ন দেয়া হয়। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন।

    জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু জানান, দলীয় প্রার্থীকে পরাজিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকায় এবং দলীয় নির্দেশনা উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার সুর্নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

    এর আগে গত ২০ ডিসেম্বর কেন্দ্রীয় নির্দেশনা না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বর্তমান মেয়র ও আওয়ামীলীগ নেতা বিএম এমদাদুল হক টুলু, কালিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেলী পারভীন নিরি ও আওয়ামীলীগ নেতা ফকির মোঃ মুশফিকুর রহমান লিটনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ নিয়ে কালিয়া পৌরসভায় মোট ৫ জন প্রার্থীকে নির্বাচনকে কেন্দ্র করে বহিষ্কার করা হলো।