নড়াইলের পল্লিতে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্রীকে অপহরণ

    0
    211

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২এপ্রিল,সুজয় কুমার বকসীঃ নড়াইলের পল্লিতে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির দুই ছাত্রী অপহরণের অভিযোগে মামলা দায়ের। সোমবার (২১এপ্রিল) সদর থানায় এ ব্যাপাওে একটি অপহরণ মামলা হয়েছে। মামলার আসামিরা হলো সদরের ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মৃত ওমর শেখের পূত্র রিয়াদ(২০), বিলু সরদারের পূত্র সাদ্দাম(২৭), বাদশা শেখের পূত্র তোফায়েল(২৬), ফজলুল শেখের পূত্র রনি শেখ(২৫), কাতেবর শেখের পূত্র সেকেন্দার(২৮),ওমর শেখের পূত্র টনি শেখ(২১) ও ইঞ্জিল সিকদারের পূত্র আশিকুর সিকদার।

    মামলার বিবরণে জানা গেছে, সদরের ভদ্রবিলা ইউনিয়নের চর রামসিধি গ্রামের মফিজুর সিকদারের কন্যা সিঙ্গাশোলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শেণির ছাত্রী আইরিন ও আসলাম শেখের কন্যা একই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন রোববার(১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে স্কুলে যাবার জন্য বাড়ি থেকে বের হয়। বেলা ১১টার দিকে অপহরণকারিরা সিঙ্গাশোলপুর বাজারের কাছ থেকে আইরিন ও মুন্নিকে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।

    ভদ্রবিলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বর নাজমুল কাজী জানান, এ ঘটনায় সোমবার(২০ এপ্রিল) ঢাকা থেকে র‌্যার সাদ্দাম ও রিয়াদকে আটক করেছে।

    সদর থানার ওসি মতিয়ার রহমান বলেন, অপহরণের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। শুনেছি এ ঘটনার দু’আসামিকে র‌্যাব ঢাকা থেকে আটক করেছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায় নি।