নৌমন্ত্রীর কর্মসূচিতে হাতবোমার বিস্ফোরন

    0
    252

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৬ফেব্রুয়ারী: রাজধানী ঢাকার গুলশান-২ নম্বরের মেট্রোপলিটন শপিং কমপ্লেক্সে ভাঙচুর করেছে শ্রমিক-কর্মচারী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতাকর্মীরা। নৌমন্ত্রী শাজাহান খানের কর্মসূচিতে অংশ নেয়া শ্রমিকদের মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটলে এ হামলা হয়। এসময় বেশ কয়েকটি গাড়িও ভাঙুচর করে তারা।মিছিলে হাতবোমা হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, যিনি নিজেও  ওই মিছিলে ছিলেন।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদার কার্যালয় ঘেরাওয়ের জন্য নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতকর্মীরা গুলশান-২ নম্বরে জড়ো হতে থাকে। বেলা ১২টার দিকে শ্রমিকদের একটি মিছিলে পরপর ৫টি হাতবোমা বিস্ফোরিত হয়। বোমার আঘাতে ৭জন শ্রমিক মারাত্মক আহত হয়।

    এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা পার্শ্ববর্তী মেট্রোপলিটন শপিং কমপ্লেক্সে হামলা করে। তারা মার্কেট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও পরে ভাঙচুর চালায় বলে জানা গেছে।সুত্রঃওয়েব