নৌমন্ত্রীর মিছিলে বোমা হামলায় খালেদা জিয়া হুকুমের আসামি

    0
    202

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৭ফেব্রুয়ারী: বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় অভিমুখে নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে হাতবোমা হামলার ঘটনায় করা মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।

    সোমবার গভীর রাতে  গুলশান থানায় মামলাটি করেন সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা ইসমাইল হোসেন ওরফে বাচ্চু। মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

    আসামিদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাহউদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী শিরীন সুলতানা ও ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল কাইয়ুমের নাম রয়েছে।

    সোমবার দুপুর ১২টার দিকে গুলশান সেন্ট্রাল পার্ক থেকে মিছিল নিয়ে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের দিকে রওনা হন সমন্বয় পরিষদের নেতাকর্মীরা। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মিছিলটি গুলশান ২ নম্বর মোড়ের পাশে মেট্রোপলিটন শপিং প্লাজার সামনে যাওয়ার পর ককটেল বিস্ফোরিত হয়।