নোমানের ওপর হামলাকারী গ্রেফতার না হলে বিবেকবানরা রাস্তায় নামবে

    0
    218

    আমারসিলেট24ডটকম,১৮অক্টোবর,মুহিত চৌধুরী সাংবাদিক নোমানের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করা না হলে বিবেকবান সমাজ রাস্তায় নেমে আসবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনের তিনি এ মন্তব্য করেন।নোমানের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেট অনলাইন প্রেস ক্লাব এ মানববন্ধন আয়োজন করে

    আরিফুর হক চৌধুরী আরও বলেন, সিলেটে এ রকম ঘটনার যেন পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর আগেও বিভিন্ন সময় সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন, নোমানের এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেফতার করতে পারে নি।

    মেয়র আশা প্রকাশ করেন, পুলিশ দ্রততম সময়ের মধ্যে সব অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে আমাদের এই মানববন্ধনেরর প্রতি তারা সম্মান দেখাবেন।আইনশৃঙ্গলা বাহিনীকে আরও সক্রিয় হয়ে অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহবান জানান তিনি।

    মানববন্ধনে সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আজিজুল মালিক চৌধুরী বলেন, পেশাগত কাজে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ধিক্কারজনক। এসব ঘটনা আইনশৃঙলা পরিস্থিতি কতটা অবনতিতে গেছে-তা বুঝিয়ে দিচ্ছে। রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাংবাদিকদের ওপর হামলা এ সমাজে আর মানা হবে না।

    এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সাংবাদিকতা একটি সাংবিধানিক পেশা। এটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ । বার বার এই পেশার লোকদের ওপর হামলা -কোনভাবেই গ্রহনযোগ্য নয়। হামলার পর অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। কোন অপরাধীকে আর ছাড় দেয়া যাবে না।

    সিটি করপোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এর কোন সুষ্ট বিচার হচ্ছে না। প্রশাসনও এ ব্যাপারে নিরব ভূমিকা পালন করছে। এতে সন্ত্রাসীরা এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে চলছে।

    সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মুহিত চৌধুরী বলেন, অনলাইন পেশায় সাংবাদিকরা সবচেয়ে দ্রত মানুষের কাছে সংবাদ পৌঁছৈ দেন। পেশাগত কাজে তারা ঘটনাস্থলে অবস্থান করে সংবাদ সংগ্রহ করেন। এ অবস্থায় অনলাইন সংবাদকর্মীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দনীয়। এসব ঘটনার সুষ্ট বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

    আজকের সিলেট ডটকম’র প্রধান সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য এম সাইফুর রহমান তালুকদারের পরিচালানায় মাববন্ধনে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আজিজুল মালিক চৌধুরী, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সিলেট সিটি করপোরেশনের প্যানের মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, সাংবাদিক আবু তালেব মুরাদ, দৈনিক কাজিরবাজারের বার্তা সম্পাদক শোয়েব বাসিত, অনলাইন র্জানাস্টি এসোসিয়েশনের (অজাস) সভাপতি আব্দুল মুহিত দিদার, বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন (বনপা)র সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মেহেদী কাবুল, (অজাস) সাধারণ সম্পাদক মারুফ হাসান, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক ইসমত হানিফা চৌধুরী , অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য গোলজার আহমদ হেলাল, সিলেট প্রান্তের বার্তা সম্পদাক øেহাংশু ভট্টাচার্য, সাংবাদিক নাসির আহমদ খান, অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য কে এ রহিম, সিলেট রিপোর্ট ডটকমের সম্পদক রুহুল আমিন নগরী, আমারবাংলাটোয়েন্টিফোর.কম এর সম্পাদক মিসবাহ মনজুর, সিলেটের খবরটোয়েন্টিফোর.কমের স্টাফ রিপোর্টার জুনায়েদুর রহমান, সহকারি সম্পদাক ইয়াহইয়া আহমদ, সিলেট নিউজওয়াল্ডডটকমের সম্পাদক আফরোজ খান, দৈনিক উত্তরপূর্বের পাঠকমঞ্চের যুগ্ম সম্পাদক জাকির আহমদ, সিলেটের কণ্ঠডটম সম্পাদক জাবেদ আহমদ, গ্রিনবার্ড একাডেমীর সভাপতি জাহাঙ্গির আলম, নিউজমিররটোয়েন্টিফোর.কমের ফটোসাংবাদিক রেজা রুবেল, সিলেটের সময়ডটমের ফটো সাংবাদিক শামসুর নূর তালুকদার, দৈনিক সিলেটডকম এর ফটোসাংবাদিক আলী হোসেন, সিলেটের সময়ডটকমের স্টাফ রিপোর্টার মবরুর আহমদ সাজু, চ্যানেল এস-এর ক্যামেরাপার্সন আলা উদ্দিন হেলাল, নিউজচেম্বারটোয়েন্টিফোর.কম এর স্টাফ রিপোর্টার মাসরুর আহমদ আপন, সময়ের ডাক-এর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ সাগর, নিউজঅর্গানের প্রতিনিধি আব্দুল মুমিত, মাসুদ আহমদ রণি, শিক্ষাতথ্যে-এর সিলেট প্রতিনিধি জাবের আহমদ চৌধুরী, ফাস্টসানটোয়েন্টিফোর.কম-এর সাহেদ আহমদ, আবু বক্কর, ওয়াল্ডবাংলাডটকমের সিলেট প্রতিনিধি আতিকুর রহমান সামি, ব্লগার উম্মে সুমাইয়া তাজবিন নিলা, ব্লগার রিমা বেগম পপি, চাইল্ডনিউজটোয়েন্টিফোর.কম এর সম্পাদক তোফায়েল আহমদ, মাজেদুল হক চৌধুরী, সোনার সিলেটডট.কম-এর আবু বক্কর সিদ্দিক, ডেইলি বিডিনিউজডটনেট-এর সম্পাদক ফারহানা বেগম হেনা।