নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে পড়ানো আইনত সিদ্ধ নয়

    0
    258

    বরিশালে বাল্য বিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯ডিসেম্বর,ডেস্ক নিউজঃ বরিশালকে বাল্য বিবাহমুক্ত জেলা হিসবে গড়তে হলে গ্রামভিত্তিক পরিকল্পনা জরুরী। নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ পড়ানো আইনগতভাবে নিষিদ্ধ হলেও ভুয়া হলফনামার মাধ্যমে গ্রামা লে দেদারছে চলছে বাল্য বিবাহ। বাল্য বিবাহ নিরোধ আইন কার্যকরে দ্রুত বিধিমালা প্রণয়ন ও বিশেষ বিধানের নামে শুরু চলমান বাল্য বিবাহ প্রতিরোধে আইনে বর্ণীত কমিটিগুলো কার্যকর করতে অচিরেই উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাল্য বিয়ে প্রতিরোধ করণীয় নির্ধারনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব দাবি তুলে ধরেন।

    মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন সভা কক্ষে গার্লস নট ব্রাইড্স বরিশাল জেলা জোটের আয়োজনে এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে মেয়েদের ক্ষমতায়নের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধকরন প্রকল্পের সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ তার সুচনা বক্তব্যতে বলেন, ‘সরকারীভাবে নিবন্ধিত কাজী ছাড়া অন্য কোন কাজী বিবাহ পড়াতে পারবেনা।এক্ষেত্রে আমরা প্রতিটি কাজীকে আইডি কার্ড পরিচয় পত্রের আওতায় আনার জন্য কাজ করছি। এছাড়া নোটারী পাবলিকের মাধ্যমে যে বিয়ে পড়ানো হয়ে থাকে তা আইনগত সিদ্ধ নয়’।

    বরিশাল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোর্তজা রেজা হারুন।

    সভায় গার্লস নট ব্রাইড্স বরিশাল জেলা জোটের কার্যক্রম এবং ভবিষ্যত করণীয় বিষয়ে পৃথক দুটি তথ্যপত্র উপস্থাপন করেন ব্রাকের সেক্টর স্পেসালিস্ট সুবর্ণা খাতুন, গার্লস নট ব্রাইডসের গ্লোবাল ইয়ূথ অ্যাডভোকেট সোহানুর রহমান। তথ্যপত্রে বলা হয়, বাল্যবিবাহ বন্ধের মাধ্যমে মেয়েদের ক্ষমতায়ন নিশ্চিত করা যা তদের প্রয়োজনীয় অধিকার অর্জন সর্বোপরি তাদের নিজস্ব সম্ভাবনা বিকাশের পথকে প্রসারিত করবে এমন লক্ষ্য নিয়ে বরিশালে কর্মরত ২৩ টি দেশীয় ও আন্তর্জাতিক সুশীল সমাজ সংগঠনের অংশগ্রহণে গার্লস নট ব্রাইড্স বরিশাল জেলা জোট আত্মপ্রকাশ করে ।

    এরপর থেকে জেলা জোটকে শক্তিশালীকরণের মাধ্যমে বরিশালকে বাল্য বিবাহ মুক্ত করতে জেলার ৫টি বাল্য বিবাহ প্রবণ উপজেলার দুর্গম এলাকায় নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আলোচনা সভায় সমাজ সেবা, বেসরকারী উন্নয়নমুলক সংস্থা প্রতিনিধি, আইনজীবী ও সুশীল সমাজের ৩০ জন প্রতিনিধি অংশ নেয়।

    মুক্ত আলোচনায় অংশ নিয়ে সুপারিশ প্রদান করেন বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদ সভাপতি এ্যাড. এস এম ইকবাল, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, গার্লস নট ব্রাইডস বরিশাল জেলা জোটের সভাপতি আনোয়ার জাহিদ, জোটের সদস্য দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আ লিক সমন্নয়ক মেহের আফরোজ মিতা, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টর চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা, ব্রাক জেলা প্রতিনিধি রিপন চন্দ্র মন্ডল প্রমুখ।